
বিডি ল নিউজঃ ১৮ মে গুলশান লেডিস পার্কে মহরতের মাধ্যমে শুটিং শুরু করেছেন পরিচালক সোহান। ছবিতে আরও একজন নায়িকা থাকবেন বলে জানালেন পরিচালক। তিনি বাংলানিউজকে জানান, এসএফ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মীয়মাণ ‘জেদী’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দিতি, আফরোজা বানু, ডিজে সোহেল ও মিশা সওদাগর।
আরিফিন শুভ এবার নবাগতা নায়িকা ইশারা আজাদের সঙ্গে একটি নতুন ছবিতে অভিনয় করছেন। ছবির নাম ‘জেদী’। সোহানুর রহমান সোহান পরিচালিত এ ছবির কাজ এরইমধ্যে শুরু হয়েছে।
নবাগতা অভিনেত্রী ইশারা বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম নুসরাত ও শুভ’র রাজা। রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের গল্প এটি। শুভ অনেক সহযোগিতা করছে। আশা করি, কাজটি পছন্দ করবে দর্শকরা।’
‘জেদী’র কাহিনী লিখেছেন তুহিন, চিত্রনাট্য ও সংলাপ ছটকু আহমেদ, চিত্রগ্রহণে শহীদুল্লাহ দুলাল, সম্পাদনা একরাম এবং সংগীত পরিচালনায় কুমার বিশ্বজিৎ।
Discussion about this post