সাত পাকে বাঁধা পড়ার পাঁচদিনের মধ্যে আইপিএল খেলতে চলে আসতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের সদ্য বিবাহিত সুরেশ রায়নাকে। এবার তিনি টুইট করে তাঁর স্ত্রীর উদ্দেশে প্রেমের বার্তা পাঠিয়ে বুঝিয়ে দিলেন, তাঁকে দেখতে না পেয়ে, কাছে না পেয়ে তিনি ভেতরে ভেতরে কতটা ব্যাকুল।
তাই তিনি স্ত্রী প্রিয়ঙ্কার উদ্দেশে প্রকাশ্যেই টুইট করে বলেছেন, তাঁকে না দেখে তিনি আর থাকতে পারছেন না। এখন শুধু দিন কয়েকের অপেক্ষা। তারপরই দেখা হবে সদ্য বিবাহিতা এই দম্পতির।
শোনা যায় বিয়ের মঞ্চেই প্রথম দেখা দুজনের। ছোটবেলায় একবার দেখা হয়েছিল রায়না-প্রিয়ঙ্কার। তারপর মায়ের পছন্দ করা, মায়ের বান্ধবীর মেয়েকেই নিজের জীবনসঙ্গীনি হিসেবে পেয়েছেন রায়না।”এবিপি আনন্দ
Discussion about this post