
বিডি ল নিউজঃ অবশেষে দীর্ঘ ২৪ বছরের বন্ধন ছিন্ন করলেন জাভি হার্নান্দেজ। এ মৌসুম শেষেই বার্সেলোনা ছেড়ে দু’বছরের চুক্তিতে কাতারের ক্লাব আল সাদে যোগ দেবার ঘোষণা দিয়েছেন এই স্প্যানিশ কিংবদন্তি। এখনই ক্লাব ছাড়ার মোক্ষম সময় বলে উল্লেখ করেন ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার।
সেই ১১ বছর বয়সেই বার্সার যুব একাডেমী লা মেসিয়াতে যোগ দেন জাভি। ছয় বছর পর ১৯৯৭ সালে ‘বি’ দল হয়ে পরের বছরই মূল দলে জায়গা করে নেন। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। এখন পর্যন্ত বার্সার হয়ে লা লিগায় ৫০৫ ম্যাচসহ সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৭৬৪ ম্যাচ খেলেছেন। গোল করেন ৮৪টি।
২১ মে (বৃহস্পতিবার) প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বার্সা ছাড়ার ঘোষণা দেন জাভি। তিনি উল্লেখ করেন, ‘এ মৌসুম শেষেই বার্সা ছেড়ে আল সাদে যোগ দিচ্ছি। কঠিন হলেও এটিই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। ক্লাব আমাকে চুক্তি নবায়নের ভালো একটি প্রস্তাব দিলেও আমি আগেই আমার সিদ্ধান্ত নিয়ে রেখেছি। আমার মতে, ন্যু ক্যাম্প ছাড়ার এখনই উৎকৃষ্ট সময়।’
এর আগে গত বছরের জুনেও ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে, লুইস এনরিক কোচ হওয়ার পর আগের অবস্থান থেকে জাভি সরে আসেন। কিন্তু, এ মৌসুমে কাতালানদের হয়ে বেশিরভাগ ম্যাচেই তাকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয়।
দীর্ঘ ক্যারিয়ারে বার্সার হয়ে ২৩টি শিরোপা জেতেন জাভি। এর মধ্যে তিনটি চ্যাম্পিয়নস লিগসহ ৮টি লিগ শিরোপা রয়েছে। এ মৌসুমে কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ জিতলে সংখ্যাটা ২৫-এ গিয়ে ঠেকবে।
উল্লেখ্য, ২৩ মে দেপোর্তিভো লা করুণার বিপক্ষে মৌসুমের শেষ লা লিগা ম্যাচে মাঠে নামবে বার্সা। ন্যু ক্যাম্পে এটিই হবে জাভির শেষ ম্যাচ। ঘরের মাঠে এই কিংবদন্তিকে সম্মানজনক বিদায় জানাতে ক্লাব কর্তৃপক্ষ সব প্রস্তুতিই সেরে রেখেছে।
ইতোমধ্যেই তারা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ জানিয়েছে, খেলা শুরুর আগেই যেন লিগ ট্রফিটা জাভির সৌজণ্যে মাঠে আনা হয়। এটি অনুমোদন হয়ে গেছে বলেও ধারণা করা হচ্ছে। নিয়ম অনুযায়ী মৌসুমের প্রথম ম্যাচে ট্রফি উন্মোচন করা হয়।
কদিন আগেই লিভারপুলের অ্যানফিল্ডে হাজারো ভক্ত-সমর্থকদের সামনে আবেগঘণ পরিবেশের মধ্য দিয়ে বিদায় নেন স্টিভেন জেরার্ড। জাভির ক্ষেত্রেও সেরকম কিছুই অপেক্ষা করছে।
Discussion about this post