
গান দিয়ে ইতিমধ্যে শ্রোতাদের মন জয় করেছেন কণ্ঠশিল্পী এবং সংগীতপরিচালক ইমরান। এবার তিনি নাম লেখাতে যাচ্ছেন অভিনয়ে। ঈদের জন্য নির্মিত ‘মিউজিক ক্যাফে’ নামের একটি নাটকে অভিনয় করবেন তিনি। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করবেন মাহমুদুর রহমান হিমি।
এদিকে ঢালিউড অ্যাওয়াডস এবং স্টেজ শো এর জন্য বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন ইমরান। দেশে ফিরবেন ২৬ মে। এসেই শুটিং এ অংশ নেওয়ার কথা তার।
এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘আমি গানের মানুষ। নিজের গানের মিউজিক ভিডিও ছাড়া আর কোথাও এখনও অভিনয় করা হয়নি। তবে হিমি ভাই হঠাৎ আমাকে নাটকে অভিনয়ের প্রস্তাব দেন। পরে নাটকের গল্প পছন্দ হওয়ায় অভিনয় করতে রাজি হয়েছি। সবকিছু ঠিক-ঠাক থাকলে দেশে ফিরেই শুটিং এ অংশ নেবো।’
অন্যদিকে পরিচালক হিমি বলেন, একজন কণ্ঠশিল্পীর জীবনের কাহিনী নিয়েই নাটকের গল্প। এজন্য এই চরিত্রের জন্য ইমরান ভাইয়ের কথা আমার মাথায় আসে। এরপর তাকে গল্প শোনালে তিনি রাজি হন। আশাকরি ঈদে দর্শকদের চমক দিতে পারবে এই নাটকটি।
Discussion about this post