বিডি ল নিউজঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর এবার ঘরোয়া ক্রিকেটেও পাওয়া গেছে ম্যাচ পাতানোর আলামত। এবারের ১৬ তম জাতীয় ক্রিকেট লিগে ম্যাচ ফিক্সিংয়ের আলামত পাওয়া গেছে। আর তাতে জড়িত আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই ক্রিকেটার।
আর এরপরই এই ব্যাপারে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই তদন্ত শেষ হলেই কেবল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে বলে বললেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দূর্জয়। বললেন, ‘তদন্ত কমিটির রিপোর্টের অপেক্ষায় আছি আমরা। সেটা আসলেই তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’
Discussion about this post