‘আমার আপত্তিকর ভিডিও প্রকাশ এবং আমার বিরুদ্ধে যা লেখালেখি হচ্ছে তা একজনের ষড়যন্ত্রেই হচ্ছে’ বলে দাবি করেছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে সেই একজনটা কে? তা তিনি খোলাসা করেন নি।
সাম্প্রতিক সময়ে পত্র-পত্রিকার ভূমিকা এবং তার ব্যক্তিগত কিছু বিষয় ফাঁস হয়ে যাওয়ায় কিছুটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এতো কিছুর পরও তিনি সব কিছু উতড়ে যাবেন বলেই মনে করেন।
এদিকে মাহি বর্তমানে মিডিয়ার সাথে খুবই হিসেব কষে কথা বলছেন। কথা বলার সময় বেশ সতর্কতার আশ্রয় নিচ্ছেন, যাতে করে মুখ ফসকে কোন কথা বের না হয়ে যায়। তবে তার কথা-বার্তায় জড়তা লক্ষণীয়।
কারো ষড়যন্ত্রের শিকার তিনি। একজন সকল কলকাঠি নাড়ছেন নেপথ্যে। এমন দাবী তিনি করলেও কে সে একজন? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তার নাম জানি। কিন্তু আমার মুখ দিয়ে বলতে চাই না। আমার আপত্তিকর ভিডিও প্রকাশ করে কোনও লাভ নেই। দর্শক জানে আমি কেমন নায়িকা।’
উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়া একটা সময় পার করেছে, যখন মাহিকে তারকা হিসেবে গড়ে তোলার জন্য প্রাণান্তকর পরিশ্রম করেছে। কিন্তু তাকে প্রযোজনা প্রতিষ্ঠানটি কুক্ষিগত করে রাখে। কারও ছবিতে কাজ করতে দেয়া হয়নি। এক সময় গুজব রটে যায়, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজুর রহমান তাকে বিয়ে করেছেন। এই প্রযোজনা প্রতিষ্ঠানের দেখাশোনা করার দায়িত্বে ছিলেন শীষ মনোয়ার নামের একজন।
তিনি অপহরণ মামলায় গ্রেপ্তার হওয়ার পর, পুলিশের জিজ্ঞাসাবাদেও এমন তথ্য পাওয়া গেছে। মাহি এখন এসব ঘ্যাড়াকলের বাইরে। প্রশ্ন কোনও নির্মাতাই জাজ মাল্টিমিডিয়ার বাইরে মাহিকে নিয়ে ভাবতে পারছেন। সম্প্রতি তার একটি সেক্স ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিলিজ হওয়ার পর নির্মাতাদের মধ্যেও তার সম্পর্কে বিরুপ প্রতিক্রিয়া হয়েছে। মাহি সেটাকে তেমন একটা পাত্তা দিচ্ছেন না। এছাড়া তার শিথিল পোশাকের কিছু ছবিও প্রকাশ পেয়েছে ইতোমধ্যে। এই নিয়েও তিনি উচ্চবাচ্য না করে শুধু ‘একজনের ষড়যন্ত্র’ বলে বক্তব্য শেষ করেছেন।”জুম বাংলা
Discussion about this post