বিডি ল নিউজঃ দলে জায়গা পাকা করে দেওয়ার বিনিময়ে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেটারদের যৌন শোষণের অভিযোগে দুই কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানালেন সেদেশের ক্রীড়ামন্ত্রকের মুখপাত্র সিরিলাল গোমস।

তিনি ওই কর্মকর্তাদের নাম-পরিচয় জানাননি। যে মহিলা ক্রিকেটাররা তাদের ফাঁদে পা দিয়ে যৌন শোষণের শিকার হয়েছেন, তাঁদের নামও স্বাভাবিকভাবেই গোপন রাখা হয়েছে। গোমস জানিয়েছেন, মহিলা ও শিশুদের সুরক্ষায় নির্ধারিত আইনে ফৌজদারি পদক্ষেপ করা হচ্ছে।
ক্রীড়া জগতের কর্তাদের সঙ্গে যৌন সম্পর্ক গড়তে রাজি না হওয়ায় কয়েকজন মহিলা ক্রিকেটারের দল থেকে বাদ পড়ার খবর সামনে আসতেই শোরগোল ছড়িয়ে পড়ে শ্রীলঙ্কার ক্রিকেট মহলে। স্থানীয় মিডিয়া জানায়, মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় নির্বাচনের দায়িত্বে থাকা কিছু কর্মকর্তা দলে জায়গা পাকা করে দেওয়ার গ্যারান্টির বিনিময়ে মেয়েদের যৌন সম্পর্কে রাজি হতে বলেছেন। গত নভেম্বরে তদন্ত চালিয়ে অভিযোগের সমর্থনে প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানান গোমস। মঙ্গলবার তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে। গোমস বলেছেন, বিষয়টি খুবই গুরুতর। নির্দিষ্ট দণ্ডবিধির আওতায় ফৌজদারি প্রক্রিয়ার পাশাপাশি অভ্যন্তরীণ শৃঙ্খলামূলক ব্যবস্থাও নেওয়া হবে।
মহিলা সংক্রান্ত বিষয়ের দায়িত্বে থাকা শ্রীলঙ্কার শিশুবিষয়ক মন্ত্রী রোসি সেনানায়কেও সাংবাদিকদের বলেছেন, ঘটনাটি খুবই লজ্জার। আমরা এ ধরনের আচরণে ইতি টানতে চাই।”এবিপি আনন্দ




Discussion about this post