
বিডি ল নিউজঃ শনিবার ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
রাজধানীর ধানমন্ডিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক সিএনজি অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোখলেসুর রহমান খান (৫৫)। তার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর। এ ঘটনায় শোখলেসুর রহমানের সিএনজি অটোরিক্সাটিও খোয়া গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানান, শনিবার রাত ১০টায় শোখলেসুর রহমান অচেতন অবস্থায় উক্ত স্থানে পড়ে ছিলেন। তার পকেটে থাকা মোবাইলে পরিবারকে খবর দিলে তাকে মোহাম্মদপুরের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আজ বেলা ২টায় মারা যায় মোখলেসুর রহমান।
Discussion about this post