সিনেমার পর্দায় পুনম পান্ডের হিরো হওয়ার অফারে বিপুল উন্মাদনা।পুরুষ মহলে। ২৫ হাজারের বেশি পুরুষ পুনমের নায়ক হতে চেয়ে আবেদনপত্র পাঠিয়েছেন।
.jpg)
পুনমকে নিয়ে ‘হেলন’ নামে ছবি করতে চলেছেন ফিল্ম পরিচালক সুরেশ নকুম।তিনি জানিয়েছেন, পুনমের জুড়ি খুঁজে পেতে তিনি একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন।।‘কৌন বনেগা পুনম কা হিরো’ শিরোনামে হওয়া কনটেস্টে বিপুল সাড়া পড়ে।। ২৫ হাজারের বেশি পুরুষ নিজের নিজের ভিডিও, অডিও ক্লিপ আপলোড করেন।নকুম জানাচ্ছেন, ছবির শুটিং শুরু হওয়ার আগেই কোনও বলিউড ছবিকে ঘিরে এমন আগ্রহ অতীতে কখনও দেখেননি। এটা তাঁর টিমের কাছে বিরাট সুখের অনুভূতি এনে দিয়েছে।”এবিপি আনন্দ
Discussion about this post