
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীকে মুক্তি দিলে লাগাতার হরতালের আল্টিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় আবদুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্ট থেকে জামিন দেওয়ার প্রতিবাদে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে জেলা হেফাজতে ইসলামের নেতারা এই ঘোষণা দেন।
বুধবার জোহরের নামাজের পর শহরের টি.এ রোড থেকেহেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলে জেলা হেফাজতে ইসলামের কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলা হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতি এনামুল হাসান, জেলা হেফাজতে ইসলামের নেতা মাওলানা রুমন হাবিবী, মুফতি আবদুল ওয়াহাব, মাওলানা আবদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, সরকার আগামী ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে তাকে খুশি করার জন্য লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছে। কিন্তু লতিফ সিদ্দিকীকে কারাগার থেকে যেদিন মুক্তি দেওয়া হবে সেদিন থেকেই সারা বাংলাদেশে লাগাতার হরতাল কর্মসূচি পালন করা হবে। এসময় তারা দ্রুত লতিফ সিদ্দিকীর বিচারের দাবি জানান।”লেটেস্টবিডিনিউজ
Discussion about this post