
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি ) ছাত্র আবদুল কাদেরকে নির্যাতন মামলায় খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার ( ৩১ মে ) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ এ নির্দেশ দেন।
আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন খিলগাঁও থানার সাবেক ওসি ও আবদুল কাদের নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামি হেলাল উদ্দিন। তবে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১৭ মে আবদুল কাদেরকে নির্যাতনের মামলায় হেলাল উদ্দিনকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। সে সময় মামলার মূল আসামি হেলাল উদ্দিন পলাতক ছিলেন। তাঁর অনুপস্থিতিতেই অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ এই কারাদণ্ডের আদেশ দেন।
২০১১ সালের ১৬ জুলাই্ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞানের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র আবদুল কাদেরকে আটক করে নির্যাতন করা হয়। ২০১২ সালের ২৩ জানুয়ারি ওসি হেলাল উদ্দিনকে আসামি করে আবদুল কাদের মামলা করেন। একই বছর ২৬ মার্চ খিলগাঁও থানা পুলিশ হেলাল উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। ২০১২ সালের ১ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়।”লেটেস্টবিডিনিউজ




Discussion about this post