সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুমকির অভিযোগে আব্দুল্লাহিল আমান আযমীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় গতকাল রবিবার রাতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মুক্তিযোদ্ধার সন্তান ও সাংবাদিক অঞ্জন রায়। আমান আযমী মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজা ভোগ করা অবস্থায় মারা যাওয়া গোলাম আযমের ছেলে।
অঞ্জন রায় অভিযোগ করেন, মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনা সদস্যদের নিয়ে গত ২৮ মে ফেসবুকে তাঁর লেখার প্রতিক্রিয়ায় একটি পোস্টে তাঁকে ‘দালাল’ বলে ইঙ্গিত করেন আমান আযমী।
জানতে চাইলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ফেসবুকে পাল্টাপাল্টি লেখার কারণে হুমকির বিষয়টি এসেছে। একটি লেখায় অঞ্জন রায় হুমকি মনে করছেন। এ কারণে তিনি জিডি করেছেন।




Discussion about this post