কুমিল্লার দেবিদ্বারে আনোয়ার হোসেন মাস্টার হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন ও একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার দুপুরে কুমিল্লার ৪ নম্বর আমলী আদালতের বিচারক এ রায় দেন। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম আদালতে উপস্থিত ছিল। যাবজ্জীবন প্রাপ্তদের নামপরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
কুমিল্লা আদালতে পিপি মুজিবর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ২০০১ সালে দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। দীর্ঘ ১৪ বছর বিচারকাজ শেষে রবিবার আদালত এ রায় দিয়েছে।




Discussion about this post