ফরিদ সোবহান, চবি প্রতিনিধি, বিডি ল নিউজ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান উপ-উপাচার্য ও সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইনের ১২ (২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর তাকে নিয়োগ দিয়েছেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব লায়লা আরজুমান বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ড.ইফতেখার উদ্দিন চৌধুরীকে উপ-উপাচার্যের পদ থেকে অব্যাহতি দিয়ে পাঁচটি শর্তে আগামী ১৫ জুন থেকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।”
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন নিয়োগপ্রাপ্ত ভিসি ড.ইফতেখার উদ্দিন বিডি ল নিউজকে বলেন, ” নিয়োগ পেয়ে আমি খুশি,আমি সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করবো, এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।” বর্নাঢ্য কর্মময় জীবনের অধিকারী এই শিক্ষাবিদ এর আগে ১৯৮১ সালে চবি সমাজতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন। । ১৯৮২ সালে এ বিভাগেই প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। ১৯৮৮ সালে জাপানের সুকুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে অধ্যাপক
হিসেবে পদোন্নতি পান নতুন এ উপাচার্য। ২০১৩ সালের ৩০ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের
দায়িত্ব গ্রহণ করেন ড.ইফতেখার উদ্দিন চৌধুরী। বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজতত্ত্ব বিভাগের সভাপতি, চবি শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব এবং চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সমাজবিজ্ঞান অনুষধের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ইফতেখার উদ্দিন।
এদিকে, নতুন ভিসিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে চবি ছাত্রলীগ, ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন রাজনৈতিক দল।




Discussion about this post