‘বিশ্বের শীর্ষ দশজন অপরাধী’ এই নামে ইন্টারনেটের গুগুলে অনুসন্ধান করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি উঠে আসায় দুঃখপ্রকাশ করেছে ইন্টারনেট দুনিয়ার অন্যতম বিশাল সংস্থা গুগুল।
সংস্থাটি এক বিৃবতি দিয়ে বলেছে ”এ নিয়ে কোনোরকম বিভ্রান্তি সৃষ্টি করার কারণে আমরা দুঃখিত।”
গুগুলে শীর্ষ দশজন অপরাধীর নাম অনুসন্ধান করায় মিঃ মোদীর ছবি উঠে এসেছে বিশ্বের শীর্ষ সন্ত্রাসী, খুনি ও স্বৈরশাসকদের ছবির পাশাপাশি – যাদের মধ্যে রয়েছে ওসামা বিন লাদেন এবং ১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমাহামলার জন্য শীর্ষ সন্দেহভাজন দাউদ ইব্রাহিমের ছবিও।
তবে এই তালিকায় আরও যাদের ছবি উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ এবং লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি।
অপরাধীদের তালিকায় আরও যেসব ভারতীয়ের নাম উঠে এসেছে তারা হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আইনজীবী রাম জেটমালানি, পালিয়ে বেড়ানো অপরাধ চক্রের হোতা দাউদ ইব্রাহিম এবং বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
গুগুল তাদের বিবৃতিতে বলেছে ইন্টারনেটে অনুসন্ধানের এই ফলাফল তাদের ভাবিয়ে তুলেছে এবং এটা গুগুলের নিজস্ব কোনো মতামতের প্রতিফলন নয়।
তারা বলছে কোনো কোনো সময় ইন্টারনেটে ছবিকে যেভাবে ব্যাখ্যা করা হয়, তা অনুসন্ধানে তার অপ্রত্যাশিত ফলাফল দেখা যায়। ”আমরা এধরনের অভাবনীয় ফলাফল ঠেকানোর জন্য সবসময় প্রযুক্তি উন্নত করার চেষ্টা করি।”
সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মে এই ছবি নিয়ে বেশ কিছু ভারতীয় রাজনীতিক ও ভাষ্যকার উদ্বেগ প্রকাশ করার পর গুগুলের তরফ থেকে এই দু:খপ্রকাশ করা হল।বিবিসি



Discussion about this post