মঈন উদ্দিন ইলাহী নিজস্ব প্রতিবেদক বিডি ল নিউজঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পদোন্নতি নীতিমালা ও শিক্ষাছুটি নীতিমালা সংশোধনের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের ঘোষণা দেয়।
বৃহস্পতিবার(৪জুন) রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী এবং সাধারন সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পদোন্নতি নীতিমালা ও শিক্ষাছুটি নীতিমালা সংশোধনের আলোকে সিন্ডিকেট কর্তৃক গঠিত সুপারিশ মালা সিন্ডিকেটে অনুমোদন না করায় সাধারন সভা কর্তৃক গৃহীত সিদ্বান্ত মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকারী কমিটির ২০১৫ এ আজকের জরুরি সভায় আগামি ০৭-০৬-২০১৫ইং তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের সিদ্বান্ত গৃহীত হয়।তবে সকল ধরনের পরিক্ষা কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।



Discussion about this post