বাংলাদেশকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেছেন, বাংলাদেশের সহায়তা না পেলে ত্রিপুরায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সম্ভব হতো না। তাই গতকাল (শনিবার) সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেব।
সফরের দ্বিতীয় ও শেষ দিন রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেওয়া বিশেষ বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সৌর বিদ্যুতে আস্থা রেখে তিনি বলেন, এক সময় সূর্য সমস্যার কারণ ছিল। কিন্তু এখন সূর্য শক্তিতে পরিণত হয়েছে।
বাংলাদেশের সঙ্গে ভারতের আবেগপূর্ণ যোগাযোগ রয়েছে বলেও মন্তব্য করেন মোদি।




Discussion about this post