মানুষের জীবনে কত কিছুই না ঘটে। তাই বলে জীবন কি আর থেমে থাকে। জীবন তার আপন গতিতে বহমান। আর এ কারণেই হয়ত দীর্ঘদিন আলোচনায় থাকা নায়িকা সাদিয়া জাহান প্রভা লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন। তবে এবার তিনি প্রেম করছেন বিয়ের পিড়িতে বসার জন্য। তার জীবনে এর আগে যাই ঘটুক না কেন এবার তিনি বিয়ে করবেনই। তবে প্রভার এভাবে বিয়ে করার বিষয়টাতে বাধা হয়ে দাঁড়িছে তার পরিবার।
এমনই এক কাহিনী নিয়ে নির্মিত ‘নাত বউ আসছে’ নাটকের অভিনয় করছেন প্রভা। নাটকটি পরিচালনা করেছেন পংকজ ঘোষ। একুশে টিভির প্রতিষ্ঠা বাষির্কি উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছিল।
নাটকের কাহিনীতে বাড়ির মালিক তরফদারের নাতি পল্লব ভাড়াটে চৌধুরীর নাতনি মাধবীর সাথে প্রেমে মজে যায়। কিন্তু তরফদার আর চৌধুরীর মধ্যে সম্পর্কটা দা-কুমড়ার।
কথায় কথায় বিবাদে জড়ান। তরফদার ভাড়াটে চৌধুরীকে বাড়ি ছাড়ার নোটিস দিয়ে থাকেন। কিন্তু ভাড়াটে চৌধুরী বাড়ি ছাড়তে নারাজ। ভাড়া পরিশোধ করেন মাসের ৩ তারিখের মধ্যেই।
ভাড়া পরিশোধ করলেও বাড়িওয়ালা তরফদার ভাড়াটে চৌধুরীকে বাড়ি থেকে ওঠাবার ফন্দি আঁটেন। পাড়ার মাস্তান ছেলের কাছে এ ব্যাপারে সহযোগিতা চান। এ নিয়ে মহা টেনশনে পড়ে যান প্রেমিকযুগল মাধবী ও পল্লব।
‘নাত বউ আসছে’ নাটকে প্রভা ছাড়া আরও যারা অভিনয় করেছেন তারা হলেন নিলয়, মোবারক হোসেন, তৌফিকুর রহমান, আমিনুল হক আমীন, খাদিজা ম-ল, আব্দুল হাই দুর্বার, সারফুদ্দিন আহমেদ খোকা, মাহমুদ হাসান ইমন, হান্নান খান প্রমুখ।”জুম বাংলা




Discussion about this post