রোকনুজ্জামান কুষ্টিয়া: গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী ও জামালপুর বিওপি’র কমান্ডার হাবিলদার সলিমুল্লাহ ও হাবিলদার নুরে আলম এর নেতৃত্বে ০২ টি টহল দল ০৩ জুন ২০১৫ তারিখ রাতে ট বাজার ও পাকুড়িয়া মাঠে অভিযান চালিয়ে ১৬৪ বোতল বিদেশী মদ আটক করে। আটককৃত মালামাল ধবংসের নিমিত্তে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।




Discussion about this post