একে.এম নাজিম, হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ হাটহাজারীতে দিন দুপুরে গতকাল বৃহস্পতিবার (৪ জুন) অভিনব কায়দায় ডাকাতির খবর পাওয়া গেছে। উপজেলার ফতেয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ। সংবাদ পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ও প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার সময় চার জন ডাকাত বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘরের প্রহরীকে নিয়ে ৫ তলা ভবনে উঠে প্রহরীকে বেঁধে ঘরের মহিলাদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে রক্ষিত চারটি মোবাইল, একটি ল্যাপটপ, স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অবশ্য ঘটনাস্থল পরিদর্শনকারী থানার উপ-পরিদর্শক মোঃ শাহানেওয়াজ এ ঘটনাটিকে ডাকাতি নয় বলে সাংবাদিকদের জানান। তবে এইটা একটি প্রতারনা বলে তিনি উল্লেখ করেন।




Discussion about this post