রোকনুজ্জামান কুষ্টিয়া: স্বরনকালের সবচেয়ে ভয়াবহ বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কুষ্টিয়ার ভেড়ামারার পূর্ব নওদাপাড়া দারুস সালাম পুরাতন জামে মসজিদে। বজ্রপাতে মসজিদের দুটি মাইক, পানির মটর, ৯টি ফ্যান এবং কারেন্ট এর যন্ত্রাংশ পুড়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভেড়ামারার পূর্ব নওদাপাড়া দারুস সালাম পুরাতন জামে মসজিদের ইমাম এবং ভেড়ামারা আলীম মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক মুফতি রবিউল ইসলাম জানিয়েছেন, স্বরনকালের ভয়াবহ বজ্রপাতে মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার মাগরিব নামাজের সময় ইফতারী করার পূবৃ মুহুর্তে হঠাৎ বজ্রপাতে আগুনের ঝলসানো বজ্রপাতে পুড়ে যাই মসজিদের দুটি মাইক, পানির মটর, ৯টি ফ্যান এবং কারেন্ট এর যন্ত্রাংশ পুড়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় মুসুল্লী রবজেল আলী মৃধা জানান, বজ্রপাতের সময় আমি মসজিদেই ছিলাম। হঠাৎ বিকট শব্দে আলোই ভরপুর হয়ে ৭ জন মুসুল্লীই অজ্ঞান হয়ে পড়ে এবং মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিনি মসজিদের ক্ষতি পুসিয়ে নিতে আর্থিক সাহয্যের আবেদন জানান।




Discussion about this post