এইচ এস এম তারিফ: বন্ধুদের বেশ কয়েকটি মিউজিক ভিডিও’র কাজ দেখতে গিয়ে মনের ভিতর মিডিয়াতে কাজ করার ইচ্ছা শুরু হয়। পরবর্তীতে আরিফ হোসেন রাজে’র সেই ইচ্ছা স্বপ্নে পরিণত হয়। এখন তিনি স্বপ্ন দেখেন একদিন তিনি ভালো মানের চলচিত্র তৈরি করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিবেন। গন্তব্যে পা রাখবার জন্য নিজেকে নিয়ে যুদ্ধ করছেন আরিফ। ভালো কিছু সৃষ্টি করার জন্য তৈরি করছেন নিজেকে। নবীন নির্মাতা আরিফ হোসেন রাজ বলেন, “নতুন নির্মাতা সকলেই বেশ ভালো কাজ করছে। তবে প্রবীণদের কাছ থেকে এখনও আমাদের অনেক কিছু শেখার রয়েছে। আর আমি সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একদিন মিডিয়াতে সফল হব। এবং নির্মাতা হিসেবে দর্শকদের হৃদয়ে স্থায়ীভাবে ঠাই পাবো।” আদর্শ নির্মাতাদের মধ্যে বিখ্যাত নির্মাতা জহির রায়হানকে রাজের প্রথম পছন্দ। এ উদিয়মান নির্মাতা বেশ কিছু মিউজিক ভিডিও নির্মাণ করেন। শোভন ডিকস্টার ভালবাসি যারে গানটির মিউজিক ভিডিও তার প্রথম নির্মাণ। পরবর্তীতে এ,এন সুমনের কিছু প্রশ্ন, লিমন চৈাধরীর নদী, মোহন-বীথির নুপুর পায়ে, নওরীন-রাজন খানের তোর লাগিয়া গানের মিউজিক ভিডিও তৈরি করেন আরিফ। ঈদুল-ফিতরের পর টেলিফিল্ম, নাটক ও বেশ কয়েকটি মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন আরিফ হোসেন রাজ।




Discussion about this post