আদালতে জামিন নিতে এসে শ্রীঘরে গেছেন পাবনার আতাইকুলা থানা আওয়ামী লীগের সভাপতি ও আতাইকুলা ইউনিয়নের চেয়ারম্যানসহ দুই জন। রোববার পাবনা কগনাইজিং-৪ আদালতের বিচারক কুমার শিপন মদক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে পাবনার আতাইকুলা হাটে আধিপত্য বিস্তার নিয়ে থানা আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী ও তার লোকজন প্রতিপক্ষ গ্রুপ আলহাজ আব্দুল কুদ্দুস ওরফে বাতেন মাস্টারের সমর্থকদের উপর চড়াও হয়। এ সময় তারা ফাঁকা গুলি বর্ষণ করে। এতে বাতেন মাস্টারের ছেলে মানিক ও হীরণ নামে দু’জন আহত হন।
এ ঘটনায় বাতেন মাস্টার বাদী হয়ে আওয়ামী লীগ নেতা কোরবান চেয়ারম্যানসহ ২৪ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই আমানত হোসেন ও বিপু নামে দুই আওয়ামী লীগ কর্মীকে আটক করে। এরা দু’জনই এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ- আলম। মামলা জামিন নেয়ার জন্য রোববার কোরবান আলী চেয়াম্যান ও জাহাঙ্গীর আদালতে হাজির হন। কগনাইজিং-৪ আদালতে তারা জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




Discussion about this post