সেকেন্ড জেনারেশন (টু-জি) কানেকশন এবং অপেক্ষাকৃত দুর্বল গতির ইন্টারনেটের দেশগুলোর জন্য হালকা ভার্সন এনেছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসুবুক।
শিগগিরই ল্যাটিন আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার কয়েকটি দেশের প্লে-স্টোরে অ্যাপটি পাওয়ার কথা জানিয়েছেন ফেসবুক লাইটের প্রোডাক্ট ম্যানেজার ভিজয় শঙ্কর।
এক মেগাবাইটের অর্ধেক ডাটা ব্যবহারে চলবে অ্যাপটি। এর মাধ্যমে নিউজ ফিড, স্ট্যাটাস আপডেট, নোটিফিকেশন, ছবি সবই পাবেন ব্যবহারকারী। তবে ভিডিও এবং অ্যাডভান্স লোকেশন সার্ভিস ব্যবহার করা সম্ভব হবেনা।
চলতি বছরের জানুয়ারিতে ‘ফেসবুক লাইট’ অ্যাপের কথা জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্ক হয়ে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো ফেসবুক।
চলতি মাসের শুরুতে ইন্টারনেট.ওআরজি প্লাটফর্ম উন্মুক্ত করে ফেসবুক। সহজে সবার মাঝে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া, গ্রহণযোগ্যতা বৃদ্ধি এর উদ্দেশ্য।




Discussion about this post