বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। আগামী ২৫ জুন তিনি দায়িত্ব গ্রহণ করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর পরিচালক মো. শাহীনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমান সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন তিনি। শফিউল হক হবেন দেশের ১৫ তম সেনাপ্রধান। লে. জে. আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) পদে কর্মরত ছিলেন। তার অপর ভাই আনিসুল হক ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের মেয়র।
Discussion about this post