বাংলাদেশ থেকে ২০২০ সালের মধ্যে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে দুই পর্বে সমগ্র পাবনা জেলার ৯টি উপজেলায় একযোগে ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচী শুরু হতে যাচ্ছে। তারই অংশ হিসাবে বুধবার পাবনা পৌরসভার স্কুল স্বাস্থ্য বিদ্যালয় হল রুমে কুকুরের টিকাদান কর্মসূচীর সফল বাস্তবায়নের লক্ষ্যে পাবনা সদর উপজেলা অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বর্তমান সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক গুরুত্ব প্রদান করেছে। তারই ধারাবাহিকতায় প্রত্যেকটি ভয়াবহ ও মরনব্যাধি রোগ নির্মূলে বিশেষ কর্মসূচী বাস্তবায়ন করছে। যেহেতু জলাতঙ্ক একটি শতভাগ মরনব্যাধি রোগ, তাই আমাদের সকলের উচিত এই রোগ নির্মলে সরকারের সকল কার্যক্রমে সহযোগিতা করা। আসছে ১৪ জুন হতে ১৭ জুন পাবনা সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভায় সকল কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদানে সহায়তা করার জন্য পাবনাবাসির নিকট অনুরোধ রইল।” অবহতিকরন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শামসুর নাহার রেখা ও শাওন বিশ্বাস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, সদর মেডিকেল অফিসার, রোগ নিয়ন্ত্রন শাখা, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা হতে আগত এমডিভি কনসালটেন্ট ডাঃ মোঃ সোহেল রানা ও এমডিভি সুপারভাইজার এইচ.এস.এম তারিফ এবং সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল ইসলাম বলেন, “নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা পেতে চাই, তাই সকলে মিলে চারদিন ব্যাপি ব্যাপক হারে কুকুর টিকাদান কর্মসূচী সফল করাই।”




Discussion about this post