দেশ থেকে ২০২০ সালের মধ্যে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে দুই পর্বে সমগ্র পাবনা জেলার ৯টি উপজেলায় একযোগে ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচী শুরু হতে যাচ্ছে। তারই অংশ হিসাবে বৃহস্পতিবার পাবনা জেলার বেড়া, সাঁথিয়া, সুজানগর, ঈশ্বরদি, চাটমোহর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে কুকুরের টিকাদান কর্মসূচীর সফল বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। বেড়া উপজেলা অবহিতকরন সভায় রোগ নিয়ন্ত্রন শাখা, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা হতে আগত এমডিভি কনসালটেন্ট ডাঃ মোঃ কামরুল ইসলাম বলেন, “ আসছে ১৪ জুন হতে ১৭ জুন পাবনা জেলার ৬টি উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার সকল কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হবে। পাবনা জেলায় টিকাদান কর্মসূচীর সফল বাস্তবায়নের জন্য পাবনাবাসির সকলের আন্তরিক সহায়তার প্রয়োজন।” বেড়া, সাঁথিয়া, সুজানগর, ঈশ্বরদি, চাটমোহর অবহতিকরন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, সদর মেডিকেল অফিসার, রোগ নিয়ন্ত্রন শাখা, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা হতে আগত এমডিভি কনসালটেন্ট ডাঃ মোঃ কামরুল ইসলাম, ডাঃ মোঃ রাশেদ আলী শাহ, ডাঃ মাহমুদুল্লাহ, ডাঃ সুদেব সরকার, ডাঃ চন্দ্রন সরকার ও এমডিভি সুপারভাইজার কামরুল ইসলাম। কর্মসূচী সম্পর্কে সুজানগর উপজেলা অবহিতকরন সভায় এমডিভি কনসালটেন্ট ডাঃ মোঃ রাশেদ আলী শাহ বলেন, “জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে দেশ ব্যাপি ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচী চলছে। ইতিমধ্যে সমগ্র গাইাবান্ধা ও সিরাজগঞ্জ জেলায় কুকুরের টিকাদান কর্মসূচী সফলভাবে সমাপ্ত হয়, তাই আশা করি এবার সকলের সহযোগিতায় পাবনা জেলার টিকাদান কর্মসূচী সফলভাবে শেষ হবে ”।
জাকিউল আলম (সোহাগ)
মোবাইল ঃ ০১৭৫০-৭৬৭০১৬
এইচ.এস.এম তারিফ (প্রয়োজনে)
মোবাইলঃ ০১৬৭১-০৫৩২৫৯




Discussion about this post