সুপারস্টার সলমন খান, তাঁর ভক্তদের বলিউডের তিন খান, শাহরুখ, আমির এবং সলমনকে তুলনা করে নোংরা ঝগড়া এখনই বন্ধ করতে বলেছেন, না হলে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন সলমন।

বলিউডের তিন খানেরই একনিষ্ঠ ভক্ত রয়েছে ফেসবুক-টুইটারে। অনেক সময়ই তাঁরা একে অপরের সঙ্গে অন্য খানেদের তুলনা টেনে কদর্য ভাষায় বাদানুবাদ করেন। কে এক নম্বর, দু নম্বর, তিন নম্বর সেই নিয়েই চলে কথা কাটাকাটি। সম্প্রতি সলমন-শাহরুখ-আমিরের সখ্যতা সকলেরই নজরে এসেছে। সলমনের আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ‘বজরঙ্গি ভাইজানে’র প্রথম ট্রেলরও প্রকাশ করেছেন শাহরুখ ও আমির।
এবার ভক্তদেরই এক হাত নিয়ে সলমন বলেন, তাঁরা এখানে মানুষকে বিনোদন দেওয়ার জন্যে এসেছেন, নিজেদের মধ্যে একে অপরকে ছোট করতে নয়, টেক্কা দিতে নয়। সলমনের দাবি, সোশ্যাল মিডিয়ায় তিনি এসেছেন, নিজের ভাবনা, চিন্তাকে মানুষের সঙ্গে ভাগ করে নিতে। নিজের সহঅভিনেতা-অভিনেত্রীদের ছোট করতে নয়। যদি এভাবে চলতে থাকে, তাহলে তিনি অবিলম্বেই টুইটার ছেড়ে চলে যাবেন।”এবিপি আনন্দ




Discussion about this post