ভারতের স্থায়ী কোচ হওয়ার সম্ভাবনা রবি শাস্ত্রীর। বিসিসিআইসূত্রের খবর, বাংলাদেশ সিরিজের পর শাস্ত্রীর সঙ্গে রেকর্ড ৭ কোটির বিনিময়ে তাঁর সঙ্গে এক বছরের চুক্তি করতে চলেছে বিসিসিআই৷ এটা হলে, বিশ্ব ক্রিকেটে শাস্ত্রীই হবেন এখনও পর্যন্ত সর্বোচ্চ বেতনের কোচ।
ইঙ্গিত দিয়েছিলেন আগেই৷ বাংলাদেশ সিরিজের পথে রওনা দেওয়ার আগেই জানিয়েছিলেন, টিম ইন্ডিয়ার আর নতুন করে কোচের প্রয়োজন নেই৷ মাথাচাড়া দিয়েছিল জল্পনা, তাহলে কি অদূর ভবিষ্যতে টিম ইন্ডিয়ার স্থায়ী কোচ পদে দেখা যাবে রবি শাস্ত্রীকেই? জল্পনাই সম্ভবত সত্যি হতে চলেছে৷ বিসিসিআই-সূত্রের খবর বাংলাদেশ সিরিজের পর রবি শাস্ত্রীর সঙ্গে কোচ হিসেবে এক বছরের চুক্তি করতে চলেছে ভারতীয় বোর্ড৷ বোর্ড সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই ভারতীয় বোর্ডের কাছে কোচ হিসেবে তাঁর চুক্তির মোয়াদ বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন রবি শাস্ত্রী৷ শেষ পর্যন্ত কোচ হিসেবে তাঁর সঙ্গে এক বছরের চুক্তি করতে চলেছে বোর্ড৷
রেকর্ড অর্থের বিনিময়ে চুক্তি করা হচ্ছে প্রাক্তন এই ভারতীয় অল রাউন্ডারের সঙ্গে৷ বোর্ড সূত্রের মতে, বার্ষিক ৭ কোটি টাকায় শাস্ত্রীকে কোচ করার ভাবনাচিন্তা করছে বোর্ড। এমনকী, তাঁর মেয়াদ আরও বাড়ানোর কথাও বিবেচনা করে দেখছে বিসিসিআই৷ ডানকান ফ্লেচারের পর ব্যাটনটা যাবে কার হাতে? এ-নিয়ে তুমুল চর্চা চলছিল ক্রিকেট মহলে৷ এর আগে জাস্টিন ল্যাঙ্গারের নামটা ভেসে উঠলেও, সেই সম্ভাবনা উড়িয়ে দেন ল্যাঙ্গার নিজেই৷ বাংলাদেশ সফরে শাস্ত্রীকে একই সঙ্গে দলের টিম ডিরেক্টর ও কোচ হিসেবে পাঠিয়েছে ভারতীয় বোর্ড৷ নজরে শাস্ত্রী থাকলেও দ্বিধা ছিল তাঁর দাবি করা বিপুল অঙ্কের পারিশ্রমিক নিয়ে৷ শেষ পর্যন্ত রেকর্ড অঙ্কেই বাড়ছে শাস্ত্রীর মেয়াদ, খবর বিসিসিআইসূত্রে৷”এবিপি আনন্দ




Discussion about this post