বিডি ল নিউজঃ আইন অমান্য করে অতিরিক্ত গতিসীমায় গাড়ি চালানোর অপরাধে ৬ মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয় চেলসি কোচ হোসে মরিনহোকে। গত বছরে সংঘটিত ঘটনার জন্য তাকে ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয়।
গত বছরের সেপ্টেম্বরে সারে’র এ-৩ ইশার বাইপাসে সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিসীমার এলাকায় ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালান পর্তুগিজ কোচ হোসে মরিনহো। এজন্য তাকে জরিমানার পাশাপাশি ৬ মাসের ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেয়া হয়। বুধবার সারে’র স্টেইনস ম্যাজিস্ট্রেট কোর্টে ৫২ বছর বয়সী হেসে মরিনহোকে ১০ কিলোমিটার অধিক গতিসীমায় গাড়ি চালানোর দায়ে ৯১০পাউন্ড জরিমানা করা হয়।
শুনানিতে রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ উপস্থিত না থাকলেও তিনি দোষী সাব্যস্ত হন। জরিমানার পাশাপাশি তাকে ৬ মাসের জন্য ড্রাইভিংয়ে নিষিদ্ধ করে আদালত।




Discussion about this post