সময়ের বহুল আলোচিত মডেল, হ্যাপীকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি একের পর এক নতুন খবরের জন্ম দিয়েই যাচ্ছেন। সম্পর্ক শেষ হয়ে গেলেও এখনও জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে ভুলতে পারছেন না। সম্প্রতি নিজের দাদা বাড়ি বাগেরহাটে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে হ্যাপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে স্ট্যাটাস দেন তাতেই ব্যাপারটা পরিস্কার।
হ্যাপির ফেসবুকে যে স্ট্যাটাসটি দিয়েছেন তা হুবুহু পাঠকদের জন্য তুলে ধরা হলো:
‘রাতে খুলনা থেকে green line বাসে করে ঢাকা ফেরার পথে সারা পথটাই খুব খারাপ লেগেছে । আমার সামনের সিটেই মিষ্টি একটা কাপল ছিল। তখন আবার পুরানো মুহূর্তগুলো নাড়াচাড়া দিয়ে উঠল। কারন গত বছর রুবেলের সাথে বাসে করে বাগেরহাট গিয়েছিলাম রাতের বেলা।
সাথে রুবেলের একটা বন্ধুও ছিল। রোজার ঈদের আগে মনে হয়! ইগল R.M2 নামের একটি বাসে। তারিখ ঠিক মনে নেই। তবে রুবেলের সাথে যাওয়ার পথটা অনেক বেশি ছোট মনে হয়েছিল। বেশিরভাগ সময়ই ওর কোলে মাথা রেখে ঘুমিয়েছিলাম আর আমার কাধেঁ ওর মাথা। আর হাতটা তো পুরো সময়টাই ওর হাতেই ছিল। হালকা বৃষ্টিও ছিল। আজ রাতে আসার সময় এগুলো মনে পড়ে খুব কষ্ট পেয়েছি। নিজের অজানতেই বার বার চোখ ভিজে উঠছিল। চলেই যদি যাবে তাহলে আমার জীবনটা এলোমেলো করতে না এলেই পারতে’।




Discussion about this post