বিডি ল নিউজঃ সড়ক দুর্ঘটনা, নৌকা ডুবি ও ট্রেনের ধাক্কায় দেশের ১০ জেলায় নারী-শিশুসহ ২৭ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নাটোরে ৩ জন, মানিকগঞ্জে ১ জন, দিনাজপুরে ৩ জন, নওগাঁয় ২ জন, কক্সবাজারে ১ জন, লালমনিরহাটে ১ জন, পাবনায় ২ জন, নীলফামারীতে ২ জন, নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় ২ জন ও ভোলায় নৌকা ডুবিতে ১০ জন মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দুর্ঘটনার খবরে এ তথ্য পাওয়া গেছে।
নাটোর: নাটোরের সিংড়া উপজেলার টোলবক্সের সামনে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) রাত পৌনে ১১টার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টোল আদায়কারী শাহীন ইসলাম (৩০), শুভ হোসেন (১৭)ও স্থানীয় গ্যারেজের মিস্ত্রি মিলন (২০)। তাদের সবার বাড়ি সিংড়া পৌর এলাকায়।
মানিকগঞ্জ: মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক নিহত হন। সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নওগাঁ: বগুড়া জেলার আদমদিঘীতে বিআরটিসি’র একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপারসহ দুইজন নিহত ও ১০ জন আহত হন। ভোরে বগুড়া-নওগাঁ মহসড়কের পূর্ব ঢাকা রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জয়পুরহাট জেলার জিয়াউর রহমান মিন্টুর ছেলে বাসের হেলপার নাজির উদ্দিন নাছিম (১৬) ও নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ডাবলুর ছেলে রাশমিন (২৩)।
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বাসের ধাক্কায় নূর জান্নাত (৭) নামে এক শিশু নিহত হয়েছে। দুপুর ১২টার দিকে মৌলভীবাজার স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাত মৌলভীবাজার গাউছিয়া তাহেরিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ও আলী আকবরপাড়া এলাকার হাজী আব্দুস সাত্তারের মেয়ে।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বটতলায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজে যোগ দিতে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা। এ সময় নারায়ণগঞ্জগামী ট্রেনের ধাক্কায় ছয়জন গুরুতর আহত হন। এদের মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা যান।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জিন্নাহ জানান, দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। তবে পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা মরদেহ নিয়ে গেছেন।
ভোলা: ভোলার মনপুরার মেঘনায় ট্রলার ডুবিতে পাঁচ শিশু ও চার নারীসহ ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২০ জন। দুপুর পৌনে ১২টার দিকে ট্রলার ডুবির এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজদের মধ্যে জেসমিন (২২), রুপা (৩), তানজিনা (২), তাহমিনা (৩), রনি (২) ও আমিনা বেমনা (৫৬) নামে ছয়জনের পরিচয় জানা গেছে।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ আলী আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে, স্থানীয়দের দাবি, ১০ বিকেল পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের যুগিটারী এলাকায় বাসচাপায় জহর আলী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বিকেল সাড়ে ৩টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জহর আলী গাইবান্ধা জেলার সাহেদ আলীর ছেলে।
পাবনা: পাবনার আতাইকুলা থানার মাধপুর এলাকায় বাস উল্টে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
বিকেল ৩টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন-পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার নয়াবাড়ি গ্রামের রেজাউল করিমের স্ত্রী হামিদা বেগম (৫৫)।
আহতদের মধ্যে সাঁথিয়া উপজেলার তিরিয়াহাট গ্রামের আবু বকর প্রামাণিক (৬০) ও আমিনপুর থানার হরিপুর গ্রামের জিনাত প্রামাণিকের ছেলে হাশেম প্রামাণিকসহ (৪০) তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারী: নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলায় সড়ক দুর্ঘটনায় পল্লীবিদ্যুৎ সমিতির দুই কর্মচারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- পল্লীবিদ্যুৎ সমিতির গাড়ি চালক মুকুল হোসেন ও মিটার রিডার জাহিদ হোসেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।




Discussion about this post