বিডি ল নিউজঃ যশোরের শার্শায় গণধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষা না করে সকাল থেকে থানায় বসিয়ে রাখা হয়েছে। এতে পুলিশ আসামির পক্ষে কাজ করছে বলে অভিযোগ উঠেছে।
এছাড়া ধর্ষণকারীকে আটকের ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত তাকে আদালতে সোপর্দ করেনি। বাকি দুই আসামিও আটক হয়নি।
ধর্ষিত নারীর বড় ভাই ও মামলার বাদী বাংলানিউজকে বলেন, সকাল ১০টার দিকে পুলিশ আমাদের উদ্ধার ও এক আসামিকে আটক করে থানায় নিয়ে এসেছে। সেই থেকে ওসি সাহেব আমাকে বলছেন একটু বাদে আপনার বোনকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোরে পাঠানো হবে।
সেই থেকে আমরা অপেক্ষায় আছি। কিন্তু বিকেলের পর থেকে তিনি আবার বলেন, শুক্রবার সকালে পাঠানো হবে। কেন এমন করছেন বিষয়টি বুঝতে পারছি না।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনামুল হক রাত ৯টায় বলেন, তাকে ডাক্তারি পরীক্ষার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে পরীক্ষা করা সম্ভব না হওয়ায় তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে।
প্রথম থেকে তাকে ডাক্তারি পরীক্ষা যশোরে করানোর কথা বলা হলেও কেন সেখানে না পাঠিয়ে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলো, এমন প্রশ্নের জবাবে কোনো সদুত্তর দিতে পারেননি ওসি এনামুল।




Discussion about this post