ভোলার মনপুরায় ডুবে যাওয়া ট্রলারের একাধিক যাত্রী জানা
ন ট্রলারটি ডুবে যাবার কারণ ছিলো পাটাতনের কাঠ খুলে যাওয়া। ওই ট্রলারটির রামনেওয়াজ-কলাতলি নৌপথে চলাচলের অনুমোদন ছিল না বলেও জানিয়েছে নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বেঁচে যাওয়া যাত্রীদের কয়েকজন জানান, বেলা ১১টার দিকে মনপুরা উপজেলার কলাতলী আবাসন ঘাট থেকে রামনেওয়াজ ঘাটের উদ্দেশে রওনা হয় ট্রলারটি। এরপর ঢালচর ঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার ১০ মিনিটের মাথায় ট্রলারের তলার কাঠ ছুটে ট্রলারটি ডুবে যায়। যাত্রীরা জানান, ওই সময় কোনো ঝড়-তুফান ছিল না। ট্রলারটি ভাঙাচোরা হওয়ার কারণেই ডুবে যায়।




Discussion about this post