ফতুল্লা স্টেডিয়ামের ব্যবস্থাপনায় বিরক্ত ভারতীয় দল৷ বৃষ্টির ফলে প্রথমদিন বারবারই থমকে গিয়েছ ম্যাচ৷ আউটফিল্ড ভিজে থাকায় ম্যাচ আয়োজন করতেই সমস্যা হয়৷ দ্বিতীয় দিন তো এক বলও গড়াল না ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচে৷ বৃষ্টির পর মাঠ ম্যাচের অনুপযুক্ত হওয়ায় ম্যাচ হয়নি৷ মাঠ শুকিয়ে পুনরায় ম্যাচ শুরু করার কোনও প্রচেষ্টা শুরুই করেনি আয়োকরা৷ অভিযোগ ভারতীয় টিম ম্যানেজমেন্টের৷ তার উপর ভেজা মাঠ থেকে জল বার করার জন্য স্টেডিয়ামে মাত্র একটি সুপার সপার! গোটা ব্যবস্থাপনা দেখে বিরক্ত ভারতীয় দল৷ বিরক্তির আরও কারন ঘটে দ্বিতীয় দিন সকালে৷ প্রথমে টিম ইন্ডিয়াকে বলা হয় ৭টা ৪০ নাগাদ হোটেলের লবিতে আসতে৷ কারন তখন স্টেডিয়ামে যাওয়ার জন্য চলে আসবে বাস৷ ৭টা ৪০ মিনিটে লবিতে এসে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে জানানো হয়, ম্যাচ শুরু হতে দেরি,তাই আরও ৫০ মিনিট পরে আসবে বাস৷ অবশেষে সাড়ে ৮টায় হোটেল থেকে টিম বাস রওনা দেয়৷ চূড়ান্ত অব্যবস্থা দেখে বিরক্ত ভারত৷”এবিপি আনন্দ




Discussion about this post