শিশুর উচ্চতা বাড়াতে নতুন জাতের ধানের চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উচ্চতা বাড়ানোর পাশাপাশি শিশুদের ডায়রিয়াও ঠেকাবে এই জাতের ধান। জিঙ্ক সমৃদ্ধ এই ধান বগুড়ার বিভিন্ন এলাকায় চাষ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চন্ডী দাস কুন্ডু বৃহস্পতিবার (১১ জুন) তার কার্যালয়ে বাংলানিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান। তিনি বলেন, ‘বিরি-৬২’ জাতের এই ধানে অন্যান্য জাতের তুলনায় পুষ্টিগুণ বেশি। জিঙ্ক সমৃদ্ধ হওয়ায় শিশুদের বেটে থেকে যাওয়া ও ডায়রিয়া ঠেকাবে ‘বিরি-৬২’ জাতের ধান। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিরি) বিজ্ঞানীরা এই জাতের দান উদ্ভাবন করেছেন। বিরি-৬২ কোনো হাইব্রিড জাত নয়, দেশি ধানের সঙ্গে পরাগায়নের মাধ্যমে এ জাত উদ্ভাবন করা হয়েছে।




Discussion about this post