মানবতাবিরোধী অপরাধে সু্প্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় এর প্রতিবাদে রাজধানীর মগবাজারে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
রায়ের পর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা মহানগরী রমনা থানার নেতাকর্মীরা মগবাজার চৌরাস্তায় বিক্ষোভ মিছিলটি করেন।
জামায়াতের ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য আ জ ম কামাল উদ্দিন ও ড. আহসান হাবিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অরো উপস্থিত ছিলেন রমনা থানা জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমান, বনানী থানার সেক্রেটারি সাইফুল ইসলাম, জামায়াত নেতা ইউসুফ আলী, আতাউর রহমান সরকার, শিবির নেতা জামিল মাহমুদ, আশ্রাফ উদ্দিনসহ আরো অনেকে।
রমনা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Discussion about this post