বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত একঘণ্টা যাত্রা বিরতি করবেন প্রধানমন্ত্রী। এই সময়ের মধ্যে বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটে সিলেট এসে পৌঁছাবেন। বিমানটি একঘণ্টার বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এ কারণে সিলেটে প্রধানমন্ত্রীর যাত্রা বিরতিতে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
২০১৪ সালের ০২ অক্টোবর যুক্তরাজ্য থেকে ফেরার পথে সিলেট বিমানবন্দরে যাত্রা বিরতি করেছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার (১৮ জুন) দেশে ফেরার পথে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন।
Discussion about this post