জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায়ের পর দলটির ডাকা হরতালের সমালোচনা করেছেন আইনজীবী তাজুল ইসলাম। যিনি ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেছেন। তাজুল ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- এই সব হরতাল ডাকিয়া কি ফায়দা হইবে তাহা বুঝিতে পারিতেছিনা। জ্ঞানীজন নিশ্চয়ই বুঝেন কিন্তু বুদ্ধিতে নিতান্ত খাটো বলিয়া আমি তাহা ধরিতে পারতেছিনা। রাজনীতি আমার বিষয় নহে বিধায় আদার বেপারী হইয়া জাহাজের ব্যাপারে মন্তব্য করিতে সাহস পাইতেছিনা। তবে একটা বিষয় বুঝিতেছি যে রাজনীতি ও রণকৌশলের মৌলিক পরিবর্তন না হইলে জীবন ও সম্পদের হানী ছাড়া অর্জন সামান্যই হইবে।
Discussion about this post