এম,মিসবাহঃ ফ্রান্স মুড়িয়াইউনিয়ন ঐক্য পরিষদ এর পক্ষ থেকে রমাদান উপলক্ষে মুড়িয়া ইউনিয়ন এর প্রতিটি গ্রামে গরিব দুস্ত মানুষের জন্য খেজুর বিতরনের জন্য আশি হাজার টাকা প্রেরণ করা হয়েছে এবং খেজুর কিনা হয়েছে. প্রতিটি গ্রামে খেজুর পৌছানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছেগত০৭/০৬/২০১৫ ইং রোজ রবিবার ৬:ঘটিকা সময় গার্দনদ এর একটি রেস্টুরেন্টে মুড়িয়া ইউনিয়ন ঐক্য পরিষদ ফ্রান্স এর জরুরি সভা অনুষ্টিত হয় উক্ত সভায় সভাপতিবাবর আহমেদ, ও নোমান উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিতির বক্তব্য রাখেন জনাব আব্দুর রাজ্জাক বিশেষ অতিতি আদুল হান্নান, উক্ত সভায় রমাদান উপলক্ষে মুড়িয়া ইউনিয়ন এর প্রতিটি গ্রামে গরিব দুখী মানুষের জন্য ২০ মণ খেজুর সহ অন্নান্য সামগ্রী প্রধান করার সিদ্দান্ত গ্রহন করা হয়।
Discussion about this post