ময়মনসিংহের ভালুকায় মাদকাসক্ত ছেলে বিমল চন্দ্রকে (২৫) পুলিশে সোপর্দ করেছেন তার বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত বিমলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সোমবার (২২ জুন) দুপুরে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার এ দণ্ডাদেশ দেন।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের উপেন্দ্র চন্দ্রের ছেলে বিমল চন্দ্র প্রায়ই মাদক সেবনের টাকার জন্য ঘরের জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি পরিবারের সদস্যদের উপর হামলা করতেন।
সোমবার (২২ জুন) সকালেও এ ঘটনার পুনরাবৃত্তি হলে উপেন্দ্র চন্দ্র স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিমল চন্দ্রকে নিয়ে আসেন।
পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার মাদকাসক্ত বিমলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। জানান ওসি গোলাম সরোয়ার।
Discussion about this post