স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক জানান, বাজারের শাহ আলমের কনফেকশনারি থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে।
রায়পুরে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয়ভাবে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়। কিন্তু ততক্ষণে নগদ টাকা ও মালপত্রসহ শাহ আলমের কনফেকশনারি ছাড়াও কিরণ টেলিকম ও বেলাল টেলিকম নামে আরো দু’টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল মিয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Discussion about this post