গত বছর শীতকালের পর থেকে বৃহস্পতি-শুক্র প্রতি সপ্তাহে রাতের আকাশে একসঙ্গে দেখা দিচ্ছে। চলতি মাসের শেষে এরা একই সরলরেখায় এত কাছাকাছি অবস্থান করবে, যা কিনা কয়েক বছরে মাত্র একবার দেখা যায়।

নাসার বিজ্ঞানী ড. টনি ফিলিপস জানান, ৩০ জুন সূর্য ডোবার কিছুক্ষণের মধ্যেই বৃহস্পতি ও শুক্র গ্রহকে খুবই কাছাকাছি অবস্থান করতে দেখা যাবে।
আকাশ পুরোপুরি অন্ধকার হয়ে আসার আগেই এ বিরল দৃশ্য দেখা যাবে বলেও নিশ্চিত করেছেন ফিলিপস।

এর আগে, গত ২০ জুন আকাশে বাঁকা চাঁদের সঙ্গে গ্রহ দু’টি ত্রিভূজ আকারে অবস্থান করে।
তবে এর পর থেকে চাঁদ, শুক্র, বৃহস্পতি ও রেগুলাস নক্ষত্র একই সরলরেখায় অবস্থান করছে। আর কিছুদিন পরই চাঁদ দূরে সরে যাবে এবং বৃহস্পতি ও শুক্র খুব কাছাকাছি অবস্থান করবে। তাদের এ অবস্থান অক্ষুণ্ণ থাকবে ৩০ জুন থেকে ০২ জুলাই পর্যন্ত।

আরেকটি কথা আগাম জানিয়ে রাখা ভালো, জুলাইয়ের ০২ তারিখ ও ৩১ জুলাই আকাশে দেখা যাবে পূর্ণিমা।
এ বিষয়ে যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ড. রড্রি ইভানস জানান, যখন একমাসে দু’বার পূর্ণিমা দেখা যায় তখন তাকে ‘ব্লু মুন’ বলা হয়। এ ঘটনা প্রতি ১৮ মাস পর পর বা আরও বেশি সময়ের ব্যবধানে ঘটে।




Discussion about this post