
|
রাজধানীর উত্তরা ও আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন আবদুল আলিম শেখ (৫০) ও মো. শাহজাহান (৩৬)।
রোববার (২৬ জুলাই) র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, শনিবার (২৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে একটি মাইক্রোবাস যোগে মাদক চাপাইনবাবগঞ্জ নেওয়া হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে উত্তরা পাঁচ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস ও তার চালককে আটক করা হয়।
পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে শ্যামলী পরিবহনের গাড়ি থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি দু’জনকে আটক করে র্যাব।
তাদের সঙ্গে আরও কারা জড়িত তাও খুঁজে বের করা হবে বলে জানান তিনি।
Discussion about this post