
দিনাজপুর শহরের ছোট গুড়গুলা এলাকায় অভিযান চালিয়ে আসাদুর রহমান আসাদ (৩০) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৬টার দিকে গুড়গুলাস্থ নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান পিপিএম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসাদুর রহমান আসাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন যাবৎ একটি মামলার পলাতক আসামি ছিলেন।
ভোরে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলেও জানান তিনি।
Discussion about this post