ঘূণিঝড় থেকে রক্ষা পেতে ও পরিবারকে বাঁচাতে বুধবার দিনগত গভীর রাত পর্যন্ত অনেকেই যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে।
জেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের পর যেকোনো মুহূর্তে কক্সবাজারে আঘাত হানতে পারে কোমেন। ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জেলার উপকূলীয় অঞ্চলের ২৮টি ইউনিয়নের বাসিন্দরা নিরাপদে আশ্রয়ের খোঁজে ছুটছেন।
এ বিষয়ে কক্সবাজারে জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, সমুদ্র উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড়ে হতাহতের সংখ্যা যেন কম হয় এজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
Discussion about this post