শুক্রবার দুপুর ১টায় রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেফতার আরিফের গ্রামের বাড়ি পটুয়াখালিতে।
র্যাব-১ এর ডেপুটি কমান্ডিং অফিসার মেজর আসিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভুগীর অভিযোগের ভিত্তিতেই আরিফকে দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আরিফকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আমরা মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছি। রিপোর্টটি হাতে পেলেই আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো বলে আশা করছি।
তিনি আরও বলেন, গণধর্ষণের শিকার তরুণী ও আরিফ একই ডিপার্টমেন্টাল স্টোর ‘স্বপ্ন’র বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তারা দু’জনই পূর্ব পরিচিত ছিলেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন জানান, এ ঘটনায় শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায় ভুক্তভুগী নিয়েই বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩৮।




Discussion about this post