নিজের পোশাকের-ব্র্যান্ড বাজারে আনলেন মাধুরী দীক্ষিত। নাম ‘ম্যাডজ’। প্রথম প্রডাক্ট হিসেবে তিনি এনেছেম ‘ড্যান্স উইথ মাধুরী’ কালেকশন। মূলত নৃত্যশিল্পী এবং খেলোয়াড়দের কথা মাথায় রেখেই এই কালেকশন আনা হয়েছে। মাধুরী বলেছেন, কটন আর লাইক্রার মিশ্রনে এই পোশাকগুলি তৈরি হয়েছে। স্বামী শ্রীরাম নেনে-র পরিকল্পনা মতোই নিজের পোশাকের-ব্র্যান্ড বাজারে আনলেন মাধুরী ।




Discussion about this post