মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, হত্যা, বোমা বিস্ফোরণসহ বিভিন্ন মামলার আসামি মিয়ারুল ইসলাম পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এসব কর্মকাণ্ডে অতিষ্ট মিয়ারুলকে শনিবার সন্ধ্যায় নূরপুর গ্রাম থেকে পুলিশের একটি দল গ্রেফতার করে।
রাতে তাকে নিয়ে রাজনগর ব্রিজের কাছে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা তার বাহিনীর সদস্যরা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় মিয়ারুল।
উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিয়ারুলকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে মিয়ারুলের সঙ্গীদের ফেলে যাওয়া ৪টি হাতবোমা, ১টি এলজি শার্টারগান, ৩ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বন্দুকযুদ্ধে সদর থানার এসআই আহসান উল্লা, এএসআই আব্দুল হক ও অর্জুন কুমার, কনস্টেবল আব্দুর রাজ্জাকসহ ৫ জন আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মিয়ারুলের নামে জেলার তিনটি থানায় হত্যা, ডাকাতি ও বোমা বিস্ফোরণের ১০টি মামলা রয়েছে বলে জানান ওসি।




Discussion about this post