খুলনায় এক চাল ব্যবসায়ীর বাড়িতে ‘তাবলীগ-জামায়াত’ সদস্য পরিচয়ে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর জিন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতরা কৌশলে বাড়িতে প্রবেশ করে নগদ ২ লাখ ২৬ হাজার টাকা ডাকাতি করে পালিয়ে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাতির বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, দুপুরে জিন্নাপাড়ার চাল ব্যবসায়ী রুবেল শেখের বাড়িতে নারীসহ কয়েক ব্যক্তি প্রবেশ করে। এ সময় গৃহকর্তার স্ত্রী ছাদে কাজ করছিলেন। ডাকাতরা দ্বিতীয় তলায় গিয়ে গৃহকর্তার বৃদ্ধা মায়ের কাছে নিজেদের ‘তাবলীগ-জামায়াতের’ লোক পরিচয় দেয়। এরপর কথাবার্তার ফাঁকে তাকে বেঁধে ফেলে চাবি নিয়ে আলমারির ড্রয়ারে থাকা নগদ ২ লাখ ২৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা ও ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন মুক্তা বলেন, বাড়িতে কোনো পুরুষ না থাকায় ডাকাতরা কৌশলে বৃদ্ধাকে বেঁধে এবং গুলি করার ভয় দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছে।
খবর পেয়ে লবনচরা থানার উপপরিদর্শক (এসআই) কাজী বাবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, দিনের বেলা এভাবে ডাকাতি হওয়া সম্ভব না। বিষয়টি অনেকটা কাল্পনিক বলে মনে হচ্ছে।




Discussion about this post